ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদের দিনে পছন্দের পোশাকে নিজেকে সাজাতে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর ছোট-বড় শপিংমলে কেনাকাটা বেড়েছে। বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি গরম থাকায় ঈদে সুতি ও আরামদায়ক পোশাকই এবার সবার পছন্দ বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।


ঈদের দিনে পছন্দের পোশাকে নিজেকে দেখতে চান সবাই। তাই সুন্দর পোশাক খুঁজতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন শপিংমলগুলোতে এখন সকাল থেকে রাত অবধি কেনাকাটা চলে। ক্রেতারা পোশাকে যেমন নতুনত্ব চাইছেন.. তেমনি দামটাও যেন এ বছর চড়া তেমনটাও জানালেন।


পোশাক পছন্দে পিছিয়ে নেই শিশুরাও। বাবা মায়ের হাত ধরে দোকানে দোকানে ঘুরে পছন্দের পোশাক বেছে নিচ্ছে তারা। দোকানিরা বলছেন, গেল কয়েক বছরের তুলনায় এ বছর বিক্রি বেশ ভালো। সামনের দিনে ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে আশা তাদের।


বাহারি ও নান্দনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি গরম থাকায় ঈদে সুতি ও আরামদায়ক পোশাকই এবার সবার পছন্দ বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।

ads

Our Facebook Page